শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে শুরু হলো আন্তর্জাতিক গল্প বলার উৎসব

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২১ 

news-image

ইরানে গল্প বলার আন্তর্জাতিক উৎসবের এবারের ২৩তম পর্ব শুরু হলো অনলাইনে। বৃহস্পতিবার সীমিত সংখ্যক ইরানি অতিথির উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের উৎসবের উদ্বোধন করা হয়।করোনাভাইরাস মহামারির কারণে আগের বছরের মতো এবারের উৎসব অনলাইনে চলছে। প্রতি বছর ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (আইআইডিসিওয়াইএ-কানুন) এই উৎসবের আয়োজন করে। ইভেন্টে সারা বিশ্ব থেকে ২০জনের অধিক গল্পকার এবং বিপুল সংখ্যক ইরানি কথক অংশগ্রহণ করছেন।গল্প বলার পারফরম্যান্সগুলো কানুন-এর ওয়েবসাইট, ইন্সটাগ্রাম এবং ইরানের ভিডিও শেয়ারিং পরিষেবা অ্যাপারাতে অনলাইনে সম্প্রচার করা হয়।কানুন এর উপ-পরিচালক মাহমুদ মোরাভভেজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “গল্প বলার ঐতিহ্য মানুষের অস্তিত্বের শুরুর ইতিহাসের সাথে জড়িত এবং ইতিহাসের বিভিন্ন সময়কালে মানুষের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণের একটি প্রধান মাধ্যম ছিল এটি।”তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এবং আধুনিক প্রযুক্তির উন্নয়ন কখনই গল্প বলার ক্ষেত্রে ছায়া ফেলেনি।

সূত্র: তেহরান টাইমস।