ইরানে শুরু হচ্ছে দশ দিনব্যাপী ইমাম রেজা ফেস্টিভ্যাল
পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০১৯
ইরানের কোমে শুরু হচ্ছে দশ দিনব্যাপী ইমাম রেজা (আ:) ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। ইমাম রেজার (আ:) বোনের জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার কোমের পবিত্র মাজারে আন্তর্জাতিক এই উৎসব শুরু হবে।
দশ দিনব্যাপী উৎসবে ইরানের বিভিন্ন প্রদেশে বিস্তর পরিসরে বিভিন্ন ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইমাম রেজা (আ:) ইন্টারন্যাশনাল আর্টস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পরিচালক মাহমুদরেজা বারাজেশ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
দশ দিনের উৎসবে থাকছে থিয়েটার পারফরমেন্স, বই মেলা, শিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক সেমিনার। এছাড়া পারস্য ও আরবির বিরল পাণ্ডুলিপি ও নথিপত্রের প্রদর্শিত থাকছে উৎসবে।
হামাদান, বুশেহর, চাহারমহল-বখতিয়ারি, নর্থ খোরাসান, কোহকিলুয়েহ ও বয়ার-আহমেদ এবং মারকাজি প্রদেশের বিভিন্ন শহরে ধর্মীয় কবিতা পাঠের আসর বসবে। রাজধানী তেহরানে বেশ কিছু সংখ্যাক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হবে। অন্যদিকে সাউথ খোরাসান প্রদেশে কয়েকটি ক্যালিওগ্রাফি প্রদর্শনীর আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। সূত্র: তেহরান টাইমস।