মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে শিশু জন্মহার গ্রামের চেয়ে বেশি শহরে

পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৬ 

news-image

ইরানে শিশু জন্ম হার গ্রামের চেয়ে শহরে বেশি বলে দেশটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর সিভিল রেজিষ্ট্রেশন জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে গ্রামের তুলনায় শহরে শিশু জন্মের হার সাড়ে ৩ গুণ বেশি। গত ইরানি বছরে দেশটির শহরাঞ্চলে শিশু জন্ম নিয়েছে ২ লাখ ৭৮ হাজার ৮৪৮টি এবং গ্রামে একই সময়ে শিশু জন্ম গ্রহণ করে ৭৮ হাজার ৬৫১টি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা মেহর।

জন্ম নেয়া শিশুদের মধ্যে ছেলে সন্তানের সংখ্যা মেয়ে সন্তানের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি। একই সময়ে ছেলে শিশু জন্মেছে যেখানে ১ লাখ ৮৩ হাজার ৩৬টি, সেখানে মেয়ে শিশুর সংখ্যা হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৪৫৮টি। একই সময়ে ইরানে ৮৫ হাজার ৩শ জন মারা গেছে যাদের মধ্যে পুরুষ ৪৫ হাজার ২০৯ জন। শহরে মৃতের সংখ্যা ৫৪ হাজার ৫৯৩ জন ও গ্রামে মারা গেছে ৩০ হাজার ৭০৯ জন। সূত্র: তেহরান টাইমস