রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে শতাব্দীর প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি পুনরুদ্ধার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২১ 

news-image

ইরানের পশ্চিমাঞ্চলীয় কোর্দেস্তান প্রদেশে পবিত্র কুরআনের একটি ঐতিহাসিক পাণ্ডুলিপির কিছু অংশের পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।  প্রাদেশিক পর্যটন প্রধান ইয়াকুব গাইলিয়ান বুধবার এই তথ্য জানান।তিনি বলেন, মুলনাবাদ গ্রামে রাখা ৩০০ বছরের পুরানো লিপিটির আসল অবস্থা ফিরে পেতে অভিজ্ঞ বিশেষজ্ঞদের হাতে জরুরি পুনরুদ্ধারের প্রয়োজন দেখা দেয়।  পবিত্র কুরআনের এই অনুলিপিটি কাগজের তৈরি এবং চামড়ায় আবৃত দেশটির সেরা কপি বলে মনে করা হয়।উল্লেখ্য, কোর্দেস্তান নামটি এই অঞ্চলের প্রধান বাসিন্দাদের বোঝায়। ১১ শতকে (সেলজুক আমলে) ইরানে তুর্কি আক্রমণের পর উত্তর-পশ্চিম জাগ্রোস পর্বতমালা নিয়ে গঠিত অঞ্চলের নাম দেওয়া হয় কুর্দিস্তান। সূত্র: তেহরান টাইমস।