বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে লেখাপড়া করছে ৮০ হাজার বিদেশি শিশু

পোস্ট হয়েছে: জুলাই ১৩, ২০১৭ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর নির্দেশিকার সঙ্গে সঙ্গতি রেখে ৮০ হাজারের অধিক বিদেশি শিশুকে শিক্ষাগত সুবিধা দিয়ে আসছে ইরান। ২০১৪ ও ২০১৫ সাল থেকে এসব বৈধ ও অবৈধ শরণার্থী শিশুর পাঠদান কার্যক্রম পরিচালনা করছে দেশটি। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এলিয়েন এবং ফরেন ইমিগ্র্যান্টস বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এই তথ্য জানিয়েছেন।

আহমাদ মোহাম্মাদিফার বলেন, ওই সময়ে আমরা প্রতি ত্রিশ জন বিদেশি শিশুর জন্য একটি করে শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা করেছি। এভাবে দেশের শিক্ষাগত সক্ষমতায় সর্বমোট ২ হাজার ৬শ’ টি শ্রেণি যোগ করেছি।

এই কর্মকর্তা বলেন, বিদেশি শরণার্থীদের জন্য শিক্ষাগত প্রয়োজন মেটানোর জন্য দেশব্যাপী আড়াইশ’ স্কুল নির্মাণ করা উচিত। ২০১৬ সালে জাতিসংঘের সহায়তায় এ পর্যন্ত ইরানে ৩০টি স্কুল নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৪ সালের আগ পর্যন্ত ইরানি স্কুলগুলোতে ৩৩০ জনের অধিক বিদেশি শিশু শিক্ষা গ্রহণ করেছে।

মোহাম্মাদিফার বলেন, জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানি জনসংখ্যার চার শতাংশ অভিবাসী। বিদেশি শরণার্থীদের চতুর্থতম গন্তব্যস্থল ইরান। সূত্র: ইরান ডেইলি।