ইরানে রেল নেটওয়ার্কে মালামাল পরিবহন বেড়েছে ৫৫ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/08/2544421.jpg)
ইরানের রেল নেটওয়ার্কের মাধ্যমে মালামাল পরিবহনের পরিমাণ বেড়েছ ৫৫ শতাংশ। চলতি ইরানি বছরের শুরু থেকে ৮ আগস্ট পযন্ত আগের বছরের তুলনায় একই সময়ের ব্যবধানে এই পরিমাণ বেড়েছ।
সোমবার ইরানের রেলওয়ের উপ প্রধান ইব্রাহিম মোহাম্মাদি এই তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে তাসনিম সংবাদ সংস্থা।
তিনি বলেন, গত ইরানি বছরে জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ১২ লাখ টন পণ্য পরিবহন হয়েছে। অন্যদিকে, চলতি বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ টনে।
তিনি আরও জানান, দেশে গত বছরে রেলওয়ের মাধ্যমে ২৭ দশমিক ৫ বিলিয়ন টন-কিলোমিটার পণ্য পরিবহন করা হয়েছে । চলতি বছরে এর পরিমাণ ৪৩ বিলিয়ন টন-কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে।
ইরান চলতি ইরানি বছরের শুরু থেকে এ পর্যন্ত কমনওয়েলথভুক্ত দেশগুলোর জোট সিআইএস এর সঙ্গে রেলওয়ে পরিবহন জোরদারে চারটি সমঝোতা স্মারক সই করেছে বলে জানান তিনি।- তেহরান টাইমস।