ইরানে রেলপথে মালামাল পরিবহন বেড়েছে ২২০ শতাংশ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০

ইরানে রেলপথ নেটওয়ার্কে মালামাল পরিবহন বেড়েছে ২২০ শতাংশ। চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (২০ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের রেলওয়ের (যা আরএআই নামে পরিচিত) প্রধান সাইদ রাসৌলি এই তথ্য জানান।
তিনি জানান, আগের বছর মালামাল পরিবহনে রেলপথের অংশীদারিত্ব যেখানে ১০ শতাংশ ছিল এবছর বেড়ে তা দাঁড়িয়েছে ৩০ শতাংশে। করোনা ভাইরাস মহামারির কারণে নানা সীমাবদ্ধতায় সড়কপথে মালামাল পরিবহন উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে রেলপথে মালামাল পরিবহন বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।