ইরানে রফতানি চালু রেখে ১০ বিলিয়ন ডলার ক্ষতি এড়াতে চায় ইইউ
পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৮

ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের অবরোধ আরোপের প্রেক্ষিতে দেশটিতে ইউরোপের রফতানি ক্ষতির মুখে পড়েছে ১০ বিলিয়ন ডলারের। অস্ট্রিয়ার রাষ্ট্রদূত স্টিফান স্কোলজ তেহরানে এক অনুষ্ঠানে বলেছেন, ইইউ তাই ইরানের সঙ্গে রফতানি বজায় রেখে এ ধরনের আর্থিক ক্ষতি এড়াতে চায়। তেহরানে গত ১৭ই আগস্ট শুক্রবার সন্ধ্যায় বিদেশি প্রতিনিধি ও ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে স্টিফান আরো বলেন, ইউরোপের সঙ্গে বাণিজ্যে ইরানের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ওই অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি উপস্থিত ছিলেন।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাম্প্রতিক অস্ট্রিয়া সফরের কথা উল্লেখ করে স্টিফান স্কোলজ বলেন, দু’টি দেশের প্রেসিডেন্ট অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কারণ ইরান পরমাণু চুক্তি মেনে চলছে। তিনি বলেন, অস্ট্রিয়া ইরানকে শক্তিশালী শিল্প উৎপাদক দেশ হিসেবেই দেখতে চায়, শুধুমাত্র ভোক্তা দেশ হিসেবে নয়। এক্ষেত্রে ইরানের প্রয়োজনীয় অবকাঠামো ও অভিজ্ঞতা ইরানের রয়েছে। অষ্ট্রিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, ইরানের এই সম্ভাবনাকে বাস্তবে রুপ দিতে তার দেশ তেহরানকে সব ধরনের সহায়তা করবে। এসময় একতরফা মার্কিন অবরোধের বিরুদ্ধে বিকল্প কার্যকর কৌশলের ওপরও গুরুত্ব দেন তিনি । মেহর নিউজ।