ইরানে রক্তদাতার সংখ্যা ১৩ ভাগ বেড়েছে
পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২২
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ ২০২২ থেকে যা শুরু হয়েছে) ইরানে রক্তদানের হার ১৩ শতাংশ বেড়েছে। দেশটির রক্ত সঞ্চালন সংস্থা এই প্রবৃদ্ধির ঘোষণা দিয়েছে।
বসন্তে সারা দেশে প্রায় ৭ লাখ ১০ হাজার জনকে রক্তদান কেন্দ্রে পাঠানো হয়। এদের মধ্যে প্রায় ৫ লাখ ৭০ হাজার জন রক্ত দান করেছে। সোমবার বার্তা সংস্থা ইসনার খবরে এই তথ্য জানানো হয়।
রক্তদান সূচকের উপর ভিত্তি করে সর্বোচ্চ রক্তদানের বৃদ্ধি রেকর্ড করা হয়েছে যথাক্রমে উত্তর খোরাসান প্রদেশে ৩৫ শতাংশ, হামেদান প্রদেশে ৩৩ শতাংশ এবং কোর্দেস্তান প্রদেশে ৩২ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।