ইরানে মাসে কোটি ডোজ করোনা টিকা উৎপাদন
পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১
ইরানের দেশীয় করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মাসিক টিকা উৎপদানের পরিমাণ বেড়ে ১ কোটি ডোজে পৌঁছেছে। এমন তথ্য জানিয়েছেন দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের কর্মকর্তা সৈয়দ হেইদার মোহাম্মাদি।
তিনি জানান, বর্তমানে প্রতি মাসে ৭০ লাখ ডোজ কোভিরান বারেকাত ও স্পিকোজেন টিকা উৎপাদন হয়। পাস্তু কোভ্যাক, কোভ পার্স ও ফাখরা টিকা উৎপাদন হয় মাসে প্রায় ১০ লাখ ডোজ করে। সামনের মাসগুলোতে উৎপাদন ক্ষমতা আরও বাড়বে। মোহাম্মাদি আরও জানান, এপর্যন্ত ৭০ ভাগ ইরানি প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং ৪৭ ভাগ মানুষ পুরো ডোজ সম্পন্ন করেছেন। সামনের মাসগুলোতে দেশীয় উৎপাদন প্রবণতা আরও ত্বরান্বিত হবে। খাদ্য ও ওষুধ প্রশাসনের তথ্যমতে, ইরানে বর্তমানে দেশীয়ভাবে উৎপাদিত মোট ১৪টি টিকা বিভিন্ন গবেষণা পর্যায়ে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।