ইরানে মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে খুলছে কিন্ডারগার্টেন
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২০
ইরানে ১৩ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশজুড়ে কিন্ডারগার্টেনগুলো খুলে দেয়া হয়েছে। সর্বোচ্চ ৫০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যোগ দিতে পারবে। মহামারির মধ্যেও কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এমন বাবা-মায়েদের সন্তানদের ক্লাসে অংশগ্রহণে অগ্রাধিকার দেয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশে কিন্ডারগার্টেনগুলো খুলে দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম শুরু করছে। মঙ্গলবার ওয়েলফেয়ার অরগানাইজেশনের উপপ্রধান হাবিবোল্লাহ মাসুদি ফরিদ এই তথ্য জানিয়েছেন। খবর ইসনার।
ফরিদ বলেন, তার সংস্থা স্বাস্থ্যবিধির একটি খসড়া প্রস্তুত করেছে। এতে প্রধানত স্বাস্থ্যবিধিগুলোকে অন্তর্ভূক্ত করা হয়েছে। যেমন প্রতিটি শিশু ও শিক্ষককে স্কুলে আসার সঙ্গে সঙ্গে জ্বরের জন্য পরীক্ষা করতে হবে, অভিভাবকদের সন্তানদের জায়গায় প্রবেশ করতে দেয়া হবে না। যাতে জটলা না বাঁধে সেজন্য দূরত্ব মেনে শিশুদের প্রবেশ ও বাহির করানো হবে। সূত্র: তেহরান টাইমস।