ইরানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটন কমপ্লেক্সের উদ্বোধন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৫
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2025/02/5368385.jpg)
ইরানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটন ও বিনোদন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান শনিবার সকালে সিরজান সফরে মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটন ও বিনোদন কমপ্লেক্স ‘গোহর পার্ক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
৩ লাখ ৮০ হাজার বর্গমিটার বিস্তৃত অত্যাধুনিক এই কমপ্লেক্সে রয়েছে একটি বিশাল কৃত্রিম হ্রদ, ৯২ হাজার বর্গমিটারের একটি পানি উদ্যান, একটি অভ্যন্তরীণ বিনোদন পার্ক, বিলাসবহুল থাকার ব্যবস্থা, বিভিন্ন ক্রীড়া সুবিধা এবং একটি চিড়িয়াখানা।
৩ ট্রিলিয়ন তোমান বিনিয়োগে নির্মিত গোহর পার্ক দক্ষিণ ইরানের একটি প্রধান পর্যটন ও অবসর কেন্দ্র হয়ে উঠতে চলেছে। সূত্র: মেহর নিউজ