ইরানে ভূমিকম্প: সন্তানকে বাঁচাতে জীবন দিলেন মা
পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/11/4bn3c3eda36c20xew1_800C450.jpg)
ইরানের কেরমানশাহ প্রদেশে ভূমিকম্পের ঘটনায় একটি ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পের সময় ওই শিশুকে বাঁচাতে মা তাকে দুই বাহু দিয়ে আঁকড়ে ধরেছিলেন। শিশুটি বাঁচলেও বাঁচতে পারেননি মমতাময়ী মা, তিনি চলে গেছেন পরপারে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে ৪৩২ জন নিহত ও ৯ হাজার ৩৮৮ বেশি মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। – পার্সটুডে।