ইরানে ভিস্তা কনটেম্পোরারি আর্ট প্রাইজ প্রতিযোগিতা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২০
ভিস্তা কনটেম্পোরারি আর্ট প্রাইজের জন্য মনোনীত হয়েছে নয়টি পরিকল্পনা। ইরানের তরুণ শিল্পীদের মধ্য থেকে সেরা শৈল্পিক ধারণাকে সম্মান জানাতে প্রতি বছর পুরস্কারটি প্রদান করে তেহরানের ভিস্তা গ্যালারি। ভিস্তা কনটেম্পোরারি আর্ট প্রাইজের এবারের তৃতীয় আসরে সেরা শৈল্পিক আইডিয়ার সম্মাননা জিততে প্রতিদ্বন্দ্বিতা করছে ওই নয়টি পরিকল্পনা।
এসব পরিকল্পনার মধ্যে একটি জমা দিয়েছেন হামিদরেজা আজাদ। তিনি একটি ইনস্টলেশন এক্সিবিশন আয়োজনের পরিকল্পনা জমা দিয়েছেন। যেখানে শিং আকৃতির বস্তু শব্দ উৎপাদন করবে। যার কারণে প্রতিফলিত উপায়ে দর্শনার্থীরা ইতিহাসের প্রতি উৎসাহিত হবে।
আরেকটি পরিকল্পনা জমা দিয়েছেন সানাহিন বাবাজানিয়ান। তার পরিকল্পনায় ইরানি স্থাপত্য থেকে জ্যামিতিক মোটিফ তৈরি করা হবে এবং খ্রিস্টান স্মৃতিস্তম্ভের চিত্রকর্ম বানানো হবে।
ভিস্তা কনটেম্পোরারি আর্ট প্রাইজে বিজয়ীকে সম্মাননা স্বরুপ ৩০০ মিলিয়ন রিয়াল (৭২০০ মার্কিন ডলার) দেয়া হবে। শুক্রবার তেহরান ভিস্তা গ্যালারিতে বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হবে। পাশাপাশি বিজয়ীকে তার নতুন প্রকল্প গ্যালারিতে প্রদর্শন করতে সাহায্য করবে আয়োজকেরা। সূত্র: তেহরান টাইমস।