ইরানে ভারচুয়াল কুরআন প্রদর্শনী শুরু
পোস্ট হয়েছে: মে ২, ২০২১

ইরানে পবিত্র রমজান মাস উদযাপনে ভারচুয়াল কুরআন প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার www.iqfa.ir এই ওয়েব ঠিকানায় প্রদর্শনীটি শুরু হয়।
ভারচুয়াল কুরআন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা মন্ত্রী সৈয়দ আব্বাস সালেহি ও তার সহকর্মীরা। এতে সীমিত সংখ্যক অতিথি যোগ দেন।
সালেহি আশা প্রকাশ করেন, প্রদর্শনীটি বিশ্বব্যাপী ইসলামি সমাজ ও অন্যান্য মানুষদের পবিত্র কুরআনের কাছাকাছি অসতে সাহায্য করবে।
পহেলা মে প্রদর্শনী শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত।
প্রদর্শনীতে ইরানি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশকদের ছাপানো পবিত্র কুরআন এবং ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০ থেকে ১৯৮৮) ওপর প্রকাশিত গ্রন্থসমূহ দেখানো হচ্ছে। এছাড়া বার্ষিক এই প্রদর্শনীতে পবিত্র কোরআনের শীর্ষ অনুবাদ এবং ব্যাখ্যাগ্রন্থও দেখানো হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডজনখানেক প্রকাশনা সংস্থার পবিত্র কুরআনের ওপর তাদের সর্বশেষ প্রকাশিত গ্রন্থসমূহ প্রদর্শন করার কথা রয়েছে। সূত্র: তেহরান টাইমস