মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ব্রোঞ্জযুগের কোনার-সান্দাল ইউনেসকোর মর্যাদা পেতে প্রস্তুত

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২১ 

news-image

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেতে ইরানের ব্রোঞ্জযুগের ঐতিহাসিক স্থান কোনার-সান্দালে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম উঠাতে প্রস্তুত করা হচ্ছে প্রাচীন কাঠামোটিকে। স্থানটি দক্ষিণপূর্ব কেরমান প্রদেশের জিরোফত সমভূমিতে অবস্থিত।

প্রাদেশিক পর্যটনের প্রধান ফেরেইদুন ফা’আলি শুক্রবার বলেন, ‘‘বর্তমানে প্রত্নতাত্ত্বিক স্থানটির সীমানা নির্ধারণের কাজ চলছে, যাতে করে কাঠামোটির বৈধ সম্পত্তিকে শনাক্ত করা যায়।’’

এই কর্মকর্তা আরও জানান, কোনার-সান্দালের সীমানা নির্ধারণ প্রকল্পের জন্য তিন বিলিয়ন রিয়াল ( ৭১ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।