ইরানে ব্যবসা কর্মশালায় নারী ব্যবস্থাপকের হার ৯ শতাংশ
পোস্ট হয়েছে: জুলাই ২, ২০১৮

ইরানের ব্যবসা ও সেবা বিষয়ক কর্মশালাগুলোর ব্যবস্থাপক পদে বাড়ছে নারীদের উপস্থিতি। সম্প্রতি ইরানের পরিসংখ্যান কেন্দ্র প্রকাশিত ইরানি বছর ১৩৯৪ সালের (মার্চ ২০১৫ থেকে মার্চ ২০১৬) পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির ব্যবসা ও সেবা বিষয়ক ওয়ার্কশপগুলোর ব্যবস্থাপক পদে নারীদের উপস্থিতির হার ৯ শতাংশ।
পরিসংখ্যান কেন্দ্রের বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, এসব নারী ব্যবস্থাপক প্রশিক্ষণ কর্মশালাগুলিতে তাদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ কোটার সর্বোচ্চ পরিমাণ উপভোগ করছে।
এতে আরও বলা হয়, স্বাস্থ্য বিষয়ক কর্মশালাগুলোতে কর্মরত কর্মচারীদের ৫৬ শতাংশই নারী। নারীদের সবচেয়ে বেশি উপস্থিতি রয়েছে ব্যবসা ও সেবা বিষয়ক কর্মশালাগুলোতে।
অন্যদিকে, নারীদের সবচেয়ে কম সংখ্যক উপস্থিতি রয়েছে মোটরযান মেরামতের ওয়ার্কশপগুলোতে। এসব ওয়ার্কশপে ইরানি নারীদের উপস্থিতির হার ১ শতাংশ।
ওই পরিসংখ্যান মতে, ইরানের ব্যবসা ও সেবা খাতে কর্মরতদের প্রায় ৮৩ শতাংশ পুরুষ আর নারীর পরিমাণ ৭ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।