ইরানে বৈদেশিক মুদ্রার ঘাটতি নেই: ড. রুহানি
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০১৮
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার সরকার দেশের সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়ন অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার রাতে টিভি চ্যানেলের মাধ্যমে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি এ কথা বলেন।
রুহানি বলেন, সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়নের বিষয়ে সচেষ্ট রয়েছে। তিনি আরও বলেন, “যারা বলছে ইরানের কাছে চাহিদা মেটানোর মতো বৈদেশিক মুদ্রা নেই তারা ভিত্তিহীন কথা বলছে। বাস্তবতা হলো আমরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করি, তা চাহিদার চেয়ে অনেক বেশি।”
নয়া ফার্সি বছরে এ অবস্থার আরও উন্নতি হবে বলে তিনি জানান। আগামী ২১ মার্চ থেকে ইরানে নয়া ফার্সি বছর শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, নিষেধাজ্ঞার কারণে অতীতে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে এখনও সেসব সমস্যার পরিপূর্ণ সমাধান হয় নি। এ প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হওয়ার কথা উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, “ব্যাংকগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক এখনও প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয় নি।”
টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি চীনের উপকূলে ইরানি তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। গত ৬ জানুয়ারি চীনের উপকূলে ইরানের একটি তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার শিকার হয়। এর ফলে ৩০ জন ইরানি ও দুইজন বাংলাদেশি নাবিক প্রাণ হারান। – পার্সটুডে ।