ইরানে বেকারের সংখ্যা আরও ১.২ ভাগ কমলো
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২১
ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী বাবাক দিনপারাস্ত জানিয়েছেন, শরতকালে ইরানে বেকারত্বের সংখ্যা দাঁড়িয়েছে ৯ দশমিক ৪ শতাংশ। আগের বছরের একই মৌসুমে বেকারদের এই সংখ্যা ছিল ১০ দশমিক ৬ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে দেশটিতে বেকার জনসংখ্যা আরও ১ দশমিক ২ শতাংশ কমেছে।
ব্যাখ্যা করে তিনি বলেন, পশ্চিম আজারবাইজান, খুজেস্তান, কাজভিন, কোরদেস্তান, হোরমোজগান ও হামেদানসহ ছয় প্রদেশে বেকারত্বের হার বেড়েছে। কিন্তু বাকি ২৫টি প্রদেশে বেকারের সংখ্যা কমেছে।
ইরান পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে, গত বছর ইরানে কর্মসংস্থানের সাথে জড়িত জনসংখ্যা ছিল ২৪ দশমিক ২৭ মিলিয়ন। যা আগের বছরের তুলনায় ৪ লাখ ৩০ হাজার বেশি। সূত্র: তেহরান টাইমস।