শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিশ্ব হস্তশিল্প দিবস উদযাপন

পোস্ট হয়েছে: জুন ১০, ২০২০ 

news-image

আজ ১০ জুন ইরানে পালিত হচ্ছে বিশ্ব হস্তশিল্প দিবস। দিনটিতে বিশ্বব্যাপী কঠোর পরিশ্রমী নারী-পুরুষদের সৃজনশীল কর্মকে স্মরণ করা হয়।

ইরানে ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্পের প্রায় ৩০০টি খাতে নারী-পুরুষ মিলিয়ে ত্রিশ লক্ষাধিক শিল্পী ও কারিগর কর্মরত রয়েছে। গত বছর হ্যান্ডিক্র্যাফ্ট শিল্প থেকে দেশটির ২৮১ মিলিয়ন ডলারের রাজস্ব আয় হয়েছে। ইরানের তেলবহির্ভূত রপ্তানিতে হস্তশিল্প খাত উল্লেখযোগ্য অবদান রেখেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের হ্যান্ডিক্র্যাফ্ট শিল্প বিশ্বের বহু দেশে ক্রমবর্ধমান মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। দেশটিতে বিপুল সংখ্যক শিল্পী হস্তশিল্পে কর্মরত রয়েছেন। বিশেষ করে শিরাজ শহরের অনেক মানুষ এই শিল্পে কর্মরত আছেন। হস্তশিল্প খাতের উন্নয়নে প্রয়োজন বড় বিনিয়োগ। এই শিল্পে ভালোভাবে যথাযথ বিনিয়োগ করা গেলে এর মাধ্যমে দেশের অনেক আর্থিক সমস্যা সমাধান করা সম্ভব।

ইরানের বড় বড় ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে গালিচা বুনন, ভিটরিয়াস এনামেল, টেরিউটিক্স, খাতাম শিল্প (খড়ক শিল্পের ফারসি কৌশল), আয়না দিয়ে অভ্যন্তরীণ প্রসাধন, কিলিম (ফারসি কম্বল) বুনন, সিরামিক টাইলস আর্ট, কাঠের তৈরি অলঙ্করণ এবং অলঙ্কার তৈরি উল্লেখযোগ্য। সূত্র: ইরান ফ্রন্ট পেজ নিউজ।