শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০১৬ 

news-image

ইরানে ৫ম বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।এই নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, তেহরান শহরে প্রথম স্থান পেয়েছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি এবং দ্বিতীয় স্থানে রয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এই দু’জনের পরবর্তী তিন স্থান অধিকার করেছেন যথাক্রমে বিশেষজ্ঞ পরিষদের বর্তমান সদস্য মোহসেন কোমি, তেহরানের জুমআর নামাযের অস্থায়ী ইমাম মোহাম্মাদ আলী মোভাহ্‌হেদি ও সাবেক এ্যাটর্নী জেনারেল কুরবান আলী দররি নাজাফাবাদী।

শুক্রবার একযোগে ইরানের ১০ম পার্লামেন্ট ও ৫ম বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন পাঁচ কোটি ৫০ লাখ; এদের মধ্যে ভোট দিয়েছেন তিন কোটি ৩০ লাখ ভোটার।

বিশেষজ্ঞ পরিষদের ৮৮টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫৯ জন প্রার্থী। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা আট বছরের জন্য সদস্য নির্বাচিত হবেন। সূত্র: প্রেসটিভি, আইআরআইবি