শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিশাল ডাটা সেন্টারের উদ্বোধন

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২০ 

news-image

প্রধান প্রধান ও স্পর্শকাতর অনলাইন সেবার জন্য আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে কাজ করছে তেহরান। এলক্ষ্যে জাতীয় তথ্য নেটওয়ার্কে (এনআইএন) ট্রাফিক ও কন্টেন্ট প্রবাহ জোরদার করতে বিশাল একটি ডাটা সেন্টারের উদ্বোধন করেছে ইরান।

ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর প্রতিবেদনে বলা হয়, টেলিকম কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন সরকারি ও সংসদীয় কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এনআইএন মাদার ডাটা সেন্টার উদ্বোধন করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ডাটা সেন্টারটিতে ১শটি র‌্যাক থাকবে। এটি কয়েকশ ডাটা সার্ভিস ধারণ করতে সক্ষম। এই প্লাটফর্মের মাধ্যমে ইন্টারনেট অবকাঠামো কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতি সেকেন্ডে এক টেরাবাইট গতিতে যোগাযোগ করতে পারবে। সূত্র: ইরান ডেইলি অনলাইন।