শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিনামূল্যে করোনা চিকিৎসা পাচ্ছেন বিদেশিরা

পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০২০ 

news-image

ইরানে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন করোনা ভাইরাস আক্রান্ত সব বিদেশি নাগরিক। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংক্রামক ব্যাধি ব্যবস্থাপনা দপ্তরের উপ পরিচালক শাহনাম আরশি একথা জানিয়েছেন।

তিনি জানান, এপর্যন্ত কেবল নিবন্ধিত বিদেশি নাগরিকদের চিকিৎসায় অন্তত ৪ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৯৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করা হয়েছে। ইরানে শরণার্থীদের জন্য সকল স্বাস্থ্য সেবা বিনামূল্যে দেয়া হয়। এই খরচ বহন করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর।

আরশি বলেন, একটা নির্দিষ্ট সময়ে মাশহাদ হাসপাতালের ২০ শতাংশ কোভিড-১৯ রোগী ছিল আফগান নাগরিক। যাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।