মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বিদেশী শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২১ 

news-image

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। আগামী ইরানি মাস (২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর) থেকে ইরানি শিক্ষার্থীদের সঙ্গে একইসাথে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।  ইরানের করোনাভাইরাস দমন বিষয়ক জাতীয় সদরদপ্তর সূত্রে এই তথ্য জাানা গেছে।

শিক্ষার্থী বিষয়ক সংস্থা অরগানাইজেশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কর্মকর্তা আফশিন আখুন্দজাদে বলেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৩৩টি দেশের ৫৭ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। এদের অনেকেই করোনা মহামারি শুরু হওয়ার সাথে সাথে দেশে ফিরে গেছে।

তিনি বলেন, মহামারিকালীন বিদেশী শিক্ষার্থী ভর্তির সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। নতুন করে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীর বেশিরভাগ প্রতিবেশী দেশগুলোর। বিশেষ করে ইরাকের শিক্ষার্থী বেশি। যারা টিউশন ফি পরিশোধ করছে।

আখুন্দজাদে আরও জানান, ৪ হাাজর বিদেশী শিক্ষার্থী স্কলারশিপের জন্য আবেদন করেছে। দেশে ফেরত যাওয়া  ১৫ হাজার শিক্ষার্থী অনলাইলে ক্লাস করছেন বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।