ইরানে বিদেশি শিক্ষার্থীদের ২৫ভাগই আফগান
পোস্ট হয়েছে: এপ্রিল ১১, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/04/4110246.jpg)
ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পঁচিশ শতাংশই আফগান নাগরিক। বুধবার শিক্ষার্থী বিষয়ক সংস্থার উপপ্রধান মোহাম্মদ জাভেদ সালমানপুর এই তথ্য জানান।
তিনি জানান, আফগান ছাত্রছাত্রীরা তিন উপায়ে ইরানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কেউ কেউ ইরানের জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং কেউ কেউ অ-ইরানি ছাত্র ভর্তির লাইসেন্স আছে এমন সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তৃতীয় পদ্ধতিতে স্কলারশিপের মাধ্যমে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে প্রতিবেশী দেশের শিক্ষার্থীরা। খবর ইরনার। সালমানপুর বলেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে আফগান ছাত্রদের মধ্যে অনেকেই স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নরত। বর্তমানে বিদেশি নাগরিকরা দেশের শিক্ষার্থী জনসংখ্যার ১ দশমিক ৬৪ শতাংশ বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।