ইরানে বিদেশি বিনিয়োগ ২৩ শতাংশ বেড়েছে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২০

চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ থেকে ২১ ডিসেম্বর ২০২৯) ইরানে বিদেশি বিনিয়োগ ২৩ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই বিনিয়োগ বেড়েছে বলে জানিয়েছেন ইরানের অর্থমন্ত্রী ফারহাদ দেজপাসান্দ।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী বলেন, অবরোধের কারণে কঠিন পরিস্থিতির মধ্যেও ইরান বিনিয়োগ প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছে।
অর্থমন্ত্রী জানান, চলতি ইরানি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ জানুয়ারি ২০২০) ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ওজনের দিক দিয়ে ২০ শতাংশ বেড়েছে। তবে গত বছরের প্রথম নয় মাসের তুলনায় এবছরের প্রথম নয় মাসে মূল্যের দিক দিয়ে ইরানের বৈদেশিক বাণিজ্য অপরিবর্তিত রয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শুরুর দিকে দেজপাসান্দ জানিয়েছিলেন, চলতি ইরানি বছরের প্রথম ৫ মাসে (২২ জুন থেকে ২১ সেপ্টেম্বর ২০১৯) আগের বছরের একই সময়ের তুলনায় ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২০ শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।