সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে বিদেশি বিনিয়োগ বেড়েছ ৫০ শতাংশ

পোস্ট হয়েছে: জুন ১১, ২০১৮ 

news-image

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক কর্তৃপক্ষ ইউনাইটেড নেশন্স কনফারেন্স অব ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন মতে, ২০১৭ সালে আগের বছরের তুলনায় ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ইউএনসিটিএডির ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

প্রতিবেদন মতে, গেল বছর ইরানে বিদেশি বিনিয়োগ প্রবাহ প্রায় ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ বিলিয়ন মার্কিন ডলারে।

২০১৫ সালের শেষে ইরানের ওপর আরোপ করা পশ্চিমাদের অবরোধ তুলে নেওয়া হয়। এরপরই দেশটির তেল ও গ্যাসের সমৃদ্ধ রিজার্ভ একের পর এক উল্লেখযোগ্য হারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা শুরু করে। তেল ও গ্যাসের অনুসন্ধান ও উৎপাদনে বিনিয়োগ এগিয়ে আসে বিদেশি প্রতিষ্ঠানগুলো।

ইউএনসিটিএডি’র ওই প্রতিবেদন মতে, ইরানের জ্বালানি খাতে বড় বড় বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের টোটাল, চীনের সিএনপিসি, তুরস্কের ইউনিট ইন্টারন্যাশনাল ও রাশিয়ার জারুবেজহনেফট। দেশটির সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে এসব বিদেশি কোম্পানি। সূত্র: তেহরান টাইমস।