ইরানে বিদেশি পর্যটক বেড়েছে ৫১ শতাংশ
পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/10/2884925.jpg)
চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে (যা ২১ মার্চ থেকে শুরু হয়) আগের বছরের একই সময়ের তুলনায় দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থার (আইসিএইচএইচটিও) প্রধান আলি আসগার মুনেসান এই তথ্য জানান।
তিনি জানান, গত বছরের প্রথম ছয় মাসে পর্যটকদের সংখ্যা কমলেও এ বছরে তা ব্যাপকভাবে বেড়েছে।
আইসিএইচএইচটিও প্রকাশিত তথ্যে দেখা যায়, যেখানে গত বছরের প্রথমার্ধে দেশটিতে ২৬ লাখ ১৯ হাজার ৩১০ জন বিদেশি পর্যটক প্রবেশ করেছে। সেখানে আগের বছরের একই সময়ে বিদেশি পর্যটক প্রবেশের সংখ্যা ছিল ২৭ লাখ ১ হাজার ৮৫৯ জন।
তবে গত বছর ইরানে ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটকদের সংখ্যা সমষ্টিগতভাবে কিছুটা বেড়েছে। এবছর দেশটিতে বিদেশি পর্যটক এসেছে মোট ৫১ লাখ ১৩ হাজার ৫২৪ জন। যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৩৩ শতাংশ বেশি।
ইরানি এই কর্মকর্তা আরও জানান, মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য হ্রাস পাওয়ায় বিদেশি পর্যটকদের কাছে ইরান উল্লেখযোগ্য ভাবে একটি সস্তা পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। যে কারণে চলতি বছরের পুরোটা জুড়েই বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।