ইরানে বিদেশি পর্যটক বেড়েছে ৩৮ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/08/2864069.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ। চলতি ইরানি বছরের প্রথম চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় পর্যটক বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। গত ১২ই আগষ্ট রোববার এক সংবাদ সম্মেলনে ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থার (সিএইচএইচটিও) পরিচালক আলি আসগার মুনেসান এই তথ্য জানান।
তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত সময়ে প্রতিবেশী দেশগুলো থেকে ক্রমবর্ধমান সংখ্যক পূণার্থী ও দর্শনার্থী ইরান ভ্রমণ করেছে। মূলত এই কারণে উল্লেখযোগ্যভাবে দেশটিতে বিদেশি পর্যটকের আগমনের সংখ্যা বেড়েছে।
গত মাসে সিএইচএইচটিও এর পর্যটন উপপ্রধান মোহাম্মাদ মোহেব-খোদায়ি বলেন, চলতি বছরের প্রথম তিন মাসে আজারবাইজান. ইরাক, আফগানিস্তান, ইরাক, ও তুরস্ক থেকে সবচেয়ে বেশি পর্যটক ইরান ভ্রমণ করেছে। অন্যদিকে, ইউরোপীয় দেশগুলো থেকে আগের বছরের একই সময়ের তুলনায় ইরানগামী পর্যটকের সংখ্যা কমেছে ২৪ শতাংশ।
ইরানের ২০২৫ ট্যুরিজম ভিশন প্লান অনুযায়ী, ২০১৪ সালে বিদেশি পর্যটকের সংখ্যা যেখানে ৪৮ লাখ ছিল তা থেকে এই সংখ্যা বাড়িয়ে ২ কোটিতে পৌঁছার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। সূত্র: তেহরান টাইমস।