ইরানে বাড়ি পেল সাড়ে ৩ হাজার প্রতিবন্ধী পরিবার
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০১৮

ইরানে সাড়ে ৩ হাজার পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে যাদের অন্তত এক বা একাধিক প্রতিবন্ধী সদস্য রয়েছেন। ইরানের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালক আনোউশিরভান মোহসেনি-বান্দপেয় এ তথ্য জানিয়েছেন। তেহরান টাইমসকে তিনি বলেন, প্রতিবন্ধী সদস্যদের কল্যাণের দিকটি বিবেচনা করেই এসব পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে এধরনের আবাসন প্রকল্পে ১১ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের এক বা একাধিক প্রতিবন্ধী সদস্য রয়েছে। আর বাসস্থানের জন্যে পরিবার পিছু তাদের দেওয়া হয়েছে সাড়ে ৬ হাজার মার্কিন ডলার।
গত জানুয়ারি মাসে ইরানের সংসদে প্রতিবন্ধী রয়েছে এমন পরিবারের জন্যে বাসস্থানের ব্যবস্থা করতে এধরনের সহায়তার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বিনামূল্যে যাতায়াত সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য বীমা, গৃহ ঋণ, অপেক্ষাকৃত কম সময়ের কর্মঘন্টা সহ বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করতে দিক নির্দেশনা দেওয়া হয়।-তেহরান টাইমস।