বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে বাচ্চাদের সুস্বাস্থ্যে ‘গোল ঘালতান’ উৎসব

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৬ 

news-image
ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সেমনানের দামঘানের নারীরা শিশু পরিচর্যায় এক বিশেষ কর্মসূচি পালন করতে যাচ্ছে। আগামী ৪ থেকে ৬ মে এ ধরনের উৎসব অনুষ্ঠিত হবে। ইরানের প্রচলিত এ উৎসব গোল ঘালতান অর্থাৎ ‘ফুলের মধ্যে শিশুর গড়াগড়ি’ হিসেবে পরিচিত। যেসব শিশুর বয়স এক বছর তাদের নিয়ে এধরনের উৎসব পালন করে থাকেন মাদাদীখালাফুফুসহ প্রতিবেশী নারীরা। তারা বিশ্বাস করেন এধরনের উৎসব শিশুদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
এধরনের উৎসবের দিন সকালে বাচ্চাদের গোসল করিয়ে দেয়া হয়। এরপর তাকে একটি সাদা বিছানার চাদরে শুইয়ে দেয়া হয়। চাদরে পরিপূর্ণ থাকে গোলাপের পাপড়ি। বিছানার চাদরটির চার কোণ ধরে নারীরা শিশুটিকে আন্দোলিত করতে থাকেন। এসময় নবীজী (সা:) নিয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত গাইতে থাকেন নারীরা। চারশ’ বছর ধরে ইরানে এ ধরনের উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে সেমনান প্রদেশে এ উৎসব খুবই মর্যাদাপূর্ণ হিসেবে পালিত হয়ে থাকে। সূত্র: তেহরান টাইমস