ইরানে বসছে রেসলিং ক্লাব বিশ্ব কাপ
পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০১৮
২০১৮ ওয়ার্ল্ড রেসলিং ক্লাবস কাপের আয়োজন করতে যাচ্ছে ইরান। আগামী ডিসেম্বর ইরানি শহর বাবোল ও আরদাবিলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এতে রেসলিং ক্লাব কাপের ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মাজান্দারান প্রদেশের বাবোলে ফ্রিস্টাইল ওয়ার্ল্ড রেসলিং ক্লাবস কাপের এবারের ৫ম আসর ১২ ডিসেম্বর শুরু হবে। দুদিনব্যাপী এই ইভেন্ট ইউডব্লিউডব্লিউ বিশ্বকাপ বিধির অধীনে ১০টি ওজন-শ্রেণিতে পরিচালিত হবে। ক্যাটাগরিগুলো হলো- ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৭৯, ৮৬, ৯২, ৯৭, ১২৫।
এছাড়া গ্রেকো-রোমান ওয়ার্ল্ড রেসলিং ক্লাবস কাপের ৫ম আসর আরদাবিল প্রদেশের আরদাবিল শহরে ২০ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ইভেন্টটিও ১০টি ওজন-শ্রেণিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো- ৫৫, ৬০, ৬৩, ৬৭, ৭২, ৭৭, ৮২, ৮৭, ৯৭ ও ১৩০। সূত্র: মেহর নিউজ এজেন্সি।