ইরানে বন্যার্ত শিশুদের খাদ্য সহায়তায় চলচ্চিত্র ব্যক্তিত্বদের ক্যাম্পেইন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২০

ইরানের বন্যা-কবলিত অঞ্চল সিস্তান-বালুচিস্তানের শিশুদের খাদ্য সহায়তায় ক্যাম্পেইন শুরু করেছেন দেশটির চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ইরানের সিনেমা ব্যক্তিত্বদের আনুষ্ঠানিক সমিতি ইরানিয়ান হাউজ অব সিনেমা এই ক্যাম্পেইন শুরু করেছে।
ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ‘রোয়েশ-এসআইবি’। বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিতে জনগণের কাছ থেকে অনুদান সংগ্রহ করতে চলচ্চিত্র ব্যক্তিত্বরা দেশব্যাপী ভ্রমণ করবেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইরানিয়ান হাউজ অব সিনেমা এই তথ্য জানিয়েছেন।
এছাড়া বন্যায় ধ্বংস হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণেও তারা সহায়তা করবেন। হামি অ্যাসোসিয়েশন ও ইরানিয়ান শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ক্যাম্পেইনের আয়োজন করছে ইরানের সিনেমা হাউজ।
এছাড়া তারা শিশুদের ওপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে সোস্যাল মিডিয়ায় সচেতনতামূলক ভিডিও পোস্ট করবে। সূত্র: তেহরান টাইমস।