ইরানে বঞ্চিতদের জন্যে ৩৫ হাজার বাড়ি
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২১

ইরানে ৩৫ হাজার ১৬৯টি আবাসিক ইউনিট বঞ্চিত পরিবারের মধ্যে বণ্টন করা হয়েছে। এ বছরেই আরো ১০ হাজার আবাসিক ইউনিট নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা জোলফাকার ইয়াজদানমেহর। ২০১৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ৩১ হাজার ২শ আবাসিক ইউনিট বঞ্চিত পরিবারগুলোর মাঝে বণ্টন করা হয়। এবছর এপ্রিলের শুরুতে আরো ৫৭শ আবাসিক ইউনিট সিস্তান-বালুচেস্তানে দরিদ্রদের মধ্যে হস্তান্তর করা হয়। ইরানের ম্যানেজমেন্ট অ্যান্ড প্লানিং অর্গানাইজেশন ও হাউজিং ফাউন্ডেশন আরো ১ লাখ ১৫ হাজার আবাসিক ইউনিট কম আয়ের পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করে। ইরানের ২৬ শতাংশ মানুষ গ্রামে বাস করে। দেশটির ৩৯ হাজার গ্রাম থেকে যাতে বাসিন্দারা শহরমুখী না হয়ে পড়ে সেজন্যে এধরনের আবাসিক ইউনিট নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গ্রাম উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ অমিদ বলেন গত বছর নভেম্বরে গ্রাম থেকে শহরে মানুষ আগমনের হার শূন্য শতাংশে পৌঁছেছে। কৃষি, বন, জালানি ও খনিজ খাতে কর্মসংস্থান ছাড়াও গ্রাম পর্যটন, কৃষি পর্যটন, ধর্মীয় যাত্রা ও ইকোটুরিজ্যম সহ বিভিন্ন বিকল্প আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে গ্রাম থেকে শহরে মানুষের আগমন হ্রাসে ইরানে ব্যাপক সফলতা পাওয়া গেছে। চলতি বছরে ৫.৬ বিলিয়ন ডলার ইরানের গ্রাম উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। তেহরান টাইমস।