ইরানে ফুটবল ম্যাচে দর্শকদের মনোযোগ কাড়ল শিয়াল
পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২১
সম্প্রতি ইরানের এক ফুটবল ম্যাচে দর্শকদের মনোযোগ কাড়লো একটি শিয়াল। ঘটনাটি আরাকের ইমাম খোমেইনী স্টেডিয়ামের। তখন মাঠে ইরান পেশাদার লিগে আলুমিনাম বনাম ফুলাদের মধ্যে ম্যাচ চলছিল। এসময় ফাঁকা স্টেডিয়ামে ঢুকে দর্শকসারীর চেয়ার দখল করে শেয়ালটি।
শিয়ালটির মঞ্চে বসে থাকার এই দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে প্রায় এক বছরের অধিক সময় ধরে ইরানের সব ফুটবল ম্যাচ দর্শকবিহীন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।