ইরানে ফিরিয়ে আনা হল ৪৩ শহীদের লাশ
পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২১
ইরাকের সীমান্ত অঞ্চল থেকে ইরানে ফিরিয়ে আনা হল ৪৩ শহীদের লাশ। ১৯৮৭ সালে ইরাকের সঙ্গে যুদ্ধে এসব ইরানি সেনা শহীদ হন। সম্প্রতি ইরাকের শালামাচেহ সীমান্তে এসব ইরানি সেনার লাশের খোঁজ মেলে। ভালফজর, খাইবার ও বদর অপারেশনে এরা নিহত হন। একই যুদ্ধে ইরানের অভ্যন্তরে চারজন ইরাকি সেনার লাশের সন্ধান মেলে। এক অনুষ্ঠানে উভয় দেশের সেনাদের লাশ হস্তান্তর হয়। তেহরান টাইমস