ইরানে ফল উৎপাদন ১১.৬ মিলিয়ন টন
পোস্ট হয়েছে: জুন ১৩, ২০১৮

ইরানের গত ফারসি বছরে ফলের রফতানি ৪.৮ ভাগ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ১১.৬ মিলিয়ন টনে। ইরানের পরিসংখ্যান কেন্দ্র বলছে, গত বছর দেশটিতে আপেল ২.৪ মিলিয়ন টন, আঙ্গুর ১.৭৫ মিলিয়ন, কমলা ১.২ ও খেজুর ১.৭৬ মিলিয়ন টন উৎপাদন হয়েছে। ফিনান্সিয়াল ট্রিবিউন