ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ড. রুহানির জয়, সমর্থকদের আনন্দ-উল্লাস
পোস্ট হয়েছে: মে ২২, ২০১৭
ইরানে দ্বিতীয় দফায় আরও চার বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হাসান রুহানির।শুক্রবারের নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। এ নির্বাচনে ড.রুহানির পেয়েছেন ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৩১ ভোট। তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের ৩৮.৫ শতাংশ।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি শনিবার বেলা ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রুহানির সমর্থকরা রাস্তায় এসে আনন্দ উল্লাস করেন। এদিন রাজধানী তেহরানসহ সারাদেশে চলে বিজয় উৎসব।
শনিবার সারারাত তেহরানের খোলা আকাশের নিচে বিরল বিজয়োল্লাস করেছেন রুহানির সমর্থকরা। তেহরানের ভালি আসর স্কয়ারে তরুণরা নাচ ও গানের মধ্যে বিজয় উদযাপন করেন। এ সময় তারা রুহানির ছবি সংবলিত ফেস্টুন আকাশে উড়ান। সমর্থকদের কেউ কেউ বলেন,এ উল্লাস সংস্কারপন্থী কোনো প্রেসিডেন্টের জয়ের উল্লাস। অনেকেই আবার সাবেক প্রেসিডেন্ট মুহম্মাদ খাতামির পোস্টার হাতে নিয়ে বিজয়ের স্লোগান দেন। সমর্থকরা বলেন, আমরা যা চেয়েছিলাম তাই পেয়েছি। আমাদের প্রেসিডেন্ট সংস্কার, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে।’রুহানি যে প্রতিশ্রুতিই দিয়েছিলেন আমরা সেটারই বাস্তবায়ন চাই।নির্বাচনে বিজয়ী হওয়ার পর ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়ে রুহানি বলেছেন, এ বিজয় জনগণের এবং জনগণই প্রকৃত বিজয়ী। আমি তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব।
সূত্র: মেহের নিউজ, ফিন্যান্সিয়াল ট্রিবিউন, ইরনা।