বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে প্রায় চার লাখ বিদেশি ছাত্র পড়াশুনা করছে

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০১৬ 

news-image

ইরানে অন্তত ৩ লাখ ৮৬ হাজার বিদেশি ছাত্র পড়াশুনা করছে। এদের মধ্যে ৩ লাখ ৬০ হাজার ছাত্র হচ্ছে আফগান উদ্বাস্তু। দেশটির শিক্ষা উপমন্ত্রী শাহিন নওশাবাদি এ তথ্য জানিয়েছেন। এসব ছাত্রের অধিকাংশ শিশু এবং তাদের পরিবারগুলোর পড়াশুনার খরচ চালিয়ে যাওয়ার মত আর্থিক সংগতি নেই। এজন্যে ইরান সরকার তাদের পড়াশুনার খরচ আশি ভাগ পর্যন্ত মওকুফ করার চিন্তাভাবনা করছে।

মন্ত্রী বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, ইরানে যে সব বিদেশি ছাত্র রয়েছে তাদের অবশ্যই বিদ্যালয়ে যেতে হবে। এমনকি অবৈধভাবে কোনো শিশু বা ছাত্র বাস করলেও তাদের লেখাপড়া করতে হবে। ইতিমধ্যে ইরানের অনেকে ভারত, পাকিস্তান, ইরাক ও কুয়েতে বিদ্যালয় স্থাপনের চিন্তা করছেন, যাদের ইরানেও এধরনের বিদ্যালয় স্থাপনের বিষয়টি চিন্তা করার জন্যে সরকারের পক্ষ থেকে তাগিদ দেয়া হচ্ছে।