ইরানে প্রাচীন পেট্রোগ্লাইফ আবিষ্কার
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৮, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3622148.jpg)
ইরানের লোরেস্তান প্রদেশের আলিগুদরাজের উপকণ্ঠে সম্প্রতি কিছু প্রাচীন পেট্রোগ্লাইফ পাওয়া গেছে। সোমবার প্রাদেশিক পর্যটন প্রধান সৈয়দ আমিন কাসেমি জানান, আলিগুদরাজ কাউন্টিতে হাতে খোদাই করা মোট ২০টি পেট্রোগ্লাইফ আবিষ্কার হয়েছে।
তিনি বলেন, সদ্য-আবিষ্কৃত এসব বস্তুর মধ্যে পাথরে খোদাই করা কয়েকটি পেট্রোগ্লাইফ রয়েছে এবং এগুলোর ব্যাপক প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।
শিলালিপিগুলোতে প্রাণী, মানুষ ও উদ্ভিদের নানা নিদর্শন সহ বিভিন্ন চিত্রায়ন রয়েছে। সূত্র: তেহরান টাইমস।