ইরানে প্রাগৈতিহাসিক পেট্রোগ্লাইফের সন্ধা
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২০

মধ্য ইরানের খোমেইন কাউন্টির তেইমারেহ অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগের একটি পেট্রোগ্লাইফ পাওয়া গেছে। সম্প্রতি এক প্রত্নতাত্ত্বিক জরিপে এটির সন্ধান পাওয়া যায়। পাহলাভি লিপিতে খোদাই করা পেট্রোগ্লাইফটি তখনকার সাধারণ মানুষদের সাথে সম্পৃক্ত।
বুধবার ইরানি প্রত্নতত্ত্ববিদ মোহাম্মাদ নাসসেরিফার্দ বলেন, এটি নিয়ে এ পর্যন্ত তেইমারেহ উচ্চভূমিতে পাহলাভি লিপিতে খোদাই করা ছয়টি পেট্রোগ্লাইফ পাওয়া গেলো। ধারণা করা হচ্ছে, এটি ২২০০ বছর আগের। খবর আইআরআইবির।
তিনি বলেন, পাহলাভি লিপির এই শিলালিপিটি ও ইরানে আবিষ্কার হওয়া পাহলাভিলিপির অন্যান্য শিলালিপির মধ্যে পার্থক্য রয়েছে। অন্য লিপিগুলো সাধারণত রাজা কিংবা শাসকদের নির্দেশে লেখা হয়েছে। আর এটি লিখেছেন তখনকার সাধারণ মানুষ, যারা ক্ষমতা ও সরকার ব্যবস্থা থেকে দূরে ছিলেন।
পাহলাভিলিপিতে বিভিন্ন মধ্য ইরানি (ফারসি) ভাষার সংমিশ্রণ রয়েছে। পাহলাভি রচনায় পার্থিয়া, পার্সিস, সোগদিয়ানা, সিথিয়া এবং খোটনের উপভাষা / বর্ণসত্তার মিশ্রণ পাওয়া যায়।
ধ্বংসাবশেষটির তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে শীর্ষ এই প্রত্নতাত্ত্বিক বলেন, আমরা লেখার বিষয়বস্তু পর্যালোচনা করে ওই অঞ্চলে বসবাস করা ২ হাজার বছর আগেকার ইরানিদের সামাজিক ও নৃতাত্ত্বিক দর্শন সম্পর্কে জানতে পারি। পেট্রোগ্লাইফটি অঞ্চলটির তৎকালীন সাধারণ বাসিন্দাদের জীবন সম্পর্কে অধিকতর তথ্য উদ্ধারে গবেষকদের সাহায্য করবে। সূত্র: তেহরান টাইমস।