বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে প্রদর্শিত হলো ‘হাভা, মরিয়ম, আয়েশা’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০১৯ 

news-image

ইরানিয়ান আর্টিস্টস ফোরামে দেখানো হলো ইরানি ছবি ‘হাভা, মরিয়ম, আয়েশা’। নির্মাতা সাহরা কারিমি পরিচালিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইরান ও আফগানিস্তান। মঙ্গলবার প্রযোজক কাতায়ুন শাহাবি ও চলচ্চিত্রকার কারিমির উপস্থিতিতে ‘হাভা, মরিয়ম, আয়েশা’ প্রদর্শিত হয়।

কারিমির ছবিটি নির্মাণ করা হয়েছে আফগানিস্তানের গর্ভবতী তিন নারীর গল্পকে ঘিরে। ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা ওই তিন নারী কাবুলে বসবাস করেন।

তাদের প্রত্যেকেই জীবনে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং তাদের প্রত্যেককে নিজ নিজ সমস্যা নিজেদেরই সমাধান করতে হয়।

প্রদর্শন অনুষ্ঠানে শাহাবি অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, সিনেমা তৈরির জন্য দলগত ভাবে কাজ করতে হয়। কেউ একাকি নিজের মতো করে করতে পারে না।

বুধবার চলচ্চিত্রটির জনসংযোগ টিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সূত্র: তেহরান টাইমস।