বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন

পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২০ 

news-image

ইরানে প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের মাহাবাব পেট্রোক্যামিকেল কোম্পানি দেশীয় সক্ষমতা ও দক্ষতার ওপর নির্ভর করে কেন্দ্রটি উদ্বোধন করে।

পেট্রোক্যামিকেল কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্বাস ফারশবাফ বলেন, ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পটির উৎপাদন কার্যক্রম শুরু করতে তার কোম্পানির ছয় মাস সময় লেগেছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্রটি ৪শ বর্গ মিটার জমির ওপর অবস্থিত। বর্তমানে সৌর প্যানেলটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দৈনিক ২শ কিলোওয়াট ঘণ্টা। কেন্দ্রটির দ্বিতীয় পর্বের কাজ সম্পন্ন হওয়ার পর দৈনিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৫শ কিলোওয়াট ঘণ্টা। প্রকল্পটি বাস্তবায়নে সাড়ে আট বিলিয়ন রিয়াল (৩৭ দশমিক ৭ হাজার ডলার) ব্যয় হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।