ইরানে প্রথম ফার্সী ৯ মাসে আয়কর আদায় সাড়ে ১৫ বিলিয়ন মার্কিন ডলার
পোস্ট হয়েছে: জানুয়ারি ৪, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/01/2323484-1.jpg)
চলতি ফার্সী বছরের প্রথম ৯ মাসে যা গত ২০ নভেম্বর শেষ হয়েছে এবং এসময়ে আয়কর আদায় হয়েছে সাড়ে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির ন্যাশনাল ট্যাক্স এ্যাডমিনেস্ট্রেশন বলছে লক্ষ্যমাত্রার ৮৯ ভাগ আয়কর এরই মধ্যে আদায় হয়েছে। আদায়কৃত করের মধ্যে প্রত্যক্ষ করের পরিমাণ ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং পরোক্ষ করের পরিমাণ হচ্ছে ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। প্রত্যক্ষ করের ক্ষেত্রে আদায়ের হার ৯৩ ও পরোক্ষ করের ক্ষেত্রে এ হার ৮৬ ভাগ।
এর আগে ট্যাক্স এ্যাডমিনেস্ট্রেশনের পরিচালক কামেল তাকাভিনেজাদ ঘোষণা দিয়ে বলেছেন, করের আদায় ২৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। কর আদায় বাড়ছে বলে তেল খাতে সরকারের নির্ভরশীলতা কমছে। গত বছরের তুলনায় করের লক্ষ্যমাত্রায় বৃদ্ধির হার ধরা হয়েছে ১৪ ভাগ। অর্থাৎ গত বছর প্রায় সাড়ে ২৫ বিলিয়ন ডলার থেকে এবারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩০ বিলিয়ন ডলার। সূত্র:তেহরান টাইমস