ইরানে প্রথম প্রজনন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন
পোস্ট হয়েছে: জানুয়ারি ৮, ২০১৯

ইরানে প্রতিষ্ঠা করা হয়েছে প্রথম যৌন ও প্রজনন স্বাস্থ্য কেন্দ্র। প্রজনন স্বাস্থ্য সংশ্লিষ্ট সব সমস্যা সমাধানে এবং মেয়েদের বন্ধ্যাত্বের দিকে ঠেলে দেয় এমন রোগব্যাধির চিকিৎসায় কেন্দ্রটি চালু করা হয়েছে বলে জানান ইরানের নিউরোলজি অ্যাসোসিয়েশনের পরিচালক মেহরি মেহরদাদ।
শনিবার এই কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ফার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হার্নিয়া বা কলার অস্বাভাবিক প্রসারণ, বিষণ্ণতা, মাল্টিপল স্কেলেরোসিস (এমএস), পার্কিনসন ও ডায়াবেটিক রোগ যৌন অসুস্থতা ও বন্ধ্যাত্ব সৃষ্টিতে ভূমিকা রাখে। এসব রোগীর মাঝে নিউরোলজি রোগের বিকাশ ঘটতে পারে বলে জানান তিনি।
মেহরদাদ জানান, বেশিরভাগ ক্ষেত্রেই ৫ বছর যাবত ডায়াবেটিকসে ভোগা রোগীদের ৪১ শতাংশ বন্ধ্যাত্বে আক্রান্ত হচ্ছেন।
ইরানের নিউরোলজি অ্যাসোসিয়েশনের পরিচালক বলেন, বর্তমানে অনেক ডায়াবেটিক রোগী প্রজনন বয়সের সবচেয়ে উর্বরতম সময়ে ডায়াবেটিকসে আক্রান্ত হচ্ছে। তবে এসব রোগী অ-আক্রমণকারী পদ্ধতি ব্যবহার করে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। বন্ধ্যাত্ব সমস্যা থেকে বাঁচতে ডায়াবেটিক রোগীদের নিয়মিত প্রসাব পরীক্ষা ও সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন মেহরি মেহরদাদ। সূত্র: তেহরান টাইমস।