ইরানে প্রথম পর্যটন ফার্মের উদ্বোধন
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২০

ইরানে পাঁচ হেক্টর জায়গার ওপর দেশটির প্রথম পর্যটন ফার্ম চালু করা হয়েছে। উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে ঘনবন সংলগ্ন একটি প্রাকৃতিক উর্বর জমিতে ফার্মটি তৈরি করা হয়েছে।
সোমবার প্রাদেশিক পর্যটন বিভাগের উপপ্রধান বলেন, গোলেস্তান প্রদেশে পর্যটন উন্নয়নের ক্ষেত্রে কৃষি পর্যটন অন্যতম অবহেলিত একটা দিক। অথচ এই পর্যটনের ৯২টি কৃষি পণ্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে এবং গোলেস্তান কাসপিয়ান সাগরের নিকটে একটি অনুকূলীয় আবহাওয়া ও উর্বর জমি উপভোগ করে।
এই কর্মকর্তা আরও জানান, গত ইরানি মাসে (২০ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর) তাসকেস্তানে পর্যটন ফার্মটি উদ্বোধন করা হয়েছে। প্রদেশ জুড়ে কৃষি পর্যটনে বিনিয়োগের নতুন অধ্যায় উম্মুক্ত করবে এই ফার্মটি। সূত্র: তেহরান টাইমস।