শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে প্রথম জব ফটো ও চলচ্চিত্র উৎসবে ছবি আহ্বান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২০ 

news-image

ইরানে আগামী এপ্রিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ইন্টারন্যাশনাল জব ফটো অ্যান্ড ফিল্ম ফেস্টিভাল (জোবাক্স)। ইরান জব সেন্টারের আয়োজনে অনুষ্ঠিতব্য এই উৎসবে ছবি আহ্বান করেছেন আয়োজকরা।

আগামী ২১ থেকে ২৪ এপ্রিল তৃতীয় ইরান ইন্টারন্যাশনাল জব এক্সিবিশন (যা সাধারণত জবেক্স নামে পরিচিত) এর সাথে আন্তর্জাতিক এই জব ফটো ও চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে।

পেশাদার ও অপেশাদার ফটোগ্রাফাররা আগামী ৩ এপ্রিল পর্যন্ত আয়োজক বরাবর ছবি পাঠাতে পারবেন। ইভেন্টটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- একক ফটো, ফটো সংগ্রহ ও ‘নো টু চাইল্ড লেবর’ শীর্ষক বিশেষ বিভাগ।

ফটো এবং চলচ্চিত্র প্রদর্শনীতে আটটি প্রধান বিষয়ের উপর নজর দেওয়া হবে। বিষয়গুলো হলো- ১। শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি ২। প্রসাশনিক এবং অর্থনৈতিক ৩। সামাজিক ৪। স্বাস্থ্য ৫। সেবামূলক ৬। কৃষি ও পরিবেশ ৭। কারিগরি ও প্রকৌশল এবং ৮। ডাটা প্রসেসিং।

চলচ্চিত্র উৎসবে জনসাধারণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন  www.jobcenter.ir/festival
সূত্র: মেহর নিউজ এজেন্সি।