মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে প্রতিষ্ঠিত হচ্ছে পেট্রোলিয়াম জাদুঘর

পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বয়ার আহমাদ প্রদেশের গাচসারান শহরে প্রতিষ্ঠিত হচ্ছে একটি পেট্রোলিয়াম জাদুঘর।

গত রোববার প্রাদেশিক পর্যটন দপ্তরের প্রধান মাজিদ সাফাই এই তথ্য জানিয়ে বলেন, ১২ হেক্টর জায়গার ওপর জাদুঘরটি নির্মাণ করা হবে। এতে ওই অঞ্চলে অপরিশোধিত তেল ও গ্যাস সন্ধান ও উত্তোলনে ব্যবহৃত সংশ্লিষ্ট পুরনো যন্ত্রপাতি, সরঞ্জাম ও বস্তুসামগ্রী প্রদর্শন করা হবে।

ইরানি এই কর্মকর্তা আরও জানান, প্রকল্পটির প্রথম পর্ব বাস্তবায়নে ৪৩ বিলিয়ন রিয়াল (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে।

১৯২৮ সালে গাচসারান তেলক্ষেত্র আবিষ্কার হয় এবং এটির উন্নয়ন কাজ করে অ্যাংলো-পারসিয়ান ওয়েল কোম্পানি। ১৯৩০ সাল থেকে তেলক্ষেত্রটি থেকে অপরিশোধিত তেল উৎপাদন শুরু হয়।

সূত্র: তেহরান টাইমস।