বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে পানি ব্যবস্থাপনায় ৮০ প্রযুক্তিগত প্রকল্প বাস্তবায়ন

পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২১ 

news-image

ইরানে বিগত তিন বছর যাবত পানির কার্যকর ব্যবহার নিশ্চিতে নতুন পদ্ধতি বিকাশে ৮০টির অধিক প্রযুক্তিগত প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন করেছে দেশটির বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো। সোমবার এই খবর দিয়েছে আইআরএনএ।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির সহায়তায় বাস্তবায়িত এসব প্রকল্পে দেশে পানির সর্বোচ্চ কার্যকর ব্যবহার বাড়াতে পানি নিষ্কাশনের নতুন পদ্ধতি চালু করা হয়। পানি এবং খরা প্রযুক্তি ছাড়াও প্রকল্পগুলোর আরও একটি লক্ষ্য হলো কর্মসংস্থান তৈরি করা।

এছাড়া পানি পরিশোধন এবং নির্বীজন সম্পর্কিত প্রযুক্তি, পানি এবং জ্বালানি অপ্টিমাইজেশন, গ্রিনহাউস নির্মাণ, কৃষি ড্রেন সম্পর্কিত প্রযুক্তি এবং বিভিন্ন শিল্প, কৃষি এবং পানীয় পানির জন্য নতুন পানি সম্পদ অন্বেষণ সম্পর্কিত অন্যান্য আরও প্রকল্প রয়েছে। সূত্র: তেহরান টাইমস।