ইরানে পাথরযুগের বসতির সন্ধান
পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০১৮
ইরানের পর্বত অঞ্চলে সন্ধান মিলল প্রাগ-ঐতিহাসিক যুগের বসতির। পাথরের যুগের এই আদিম বসতির সন্ধান পাওয়া গেছে উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের হেজারজারিবে। প্রত্নতাত্ত্বিক খনন অভিযানে বসতিটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেনে প্রত্নতত্ত্ববিদরা।
ইরানের রিসার্চ ইনস্টিটিউট অব কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন মতে, ইরানি প্রত্নতাত্ত্বিকরা ক্যামব্রিজ সেন্টার ফর হিউম্যান ইভোলুশনারি স্টাডিজের সহায়তায় এই খনন কাজ পরিচালনা করেন। তারা কাসপিয়ান সাগরের দক্ষিণে অবস্থিত পাহাড়ি এলাকা হেজারজারিবে এই অভিযান চালান। আবিষ্কার করেন পাথরের যুগের প্রাচীন বসতির।
খনন কাজ পরিচালনাকারী দলের প্রধান এলহাম ঘাসিদিয়ান বলেন, পর্বত অঞ্চলটি মূলত পশ্চিম ও পূর্ব অঞ্চলের মধ্যকার দীর্ঘতম একটি বড় করিডর। বিশেষত ককাসাস পর্বত ও মধ্য এশিয়ার মধ্যকর বড় করিডর এটি। এলাকাটি প্রাচীন সভ্যতা ও সমৃদ্ধ ইতিহাসের জন্মভূমি।
আবিষ্কৃত বসতির সঠিক তারিখ ও অন্যান্য বৈশিষ্ট্যাবলী নিরূপণে বর্তমানে তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও জরিপের অপেক্ষায় রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।